ভারতে ব্রিটিশ শাসনের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব

Show Important Question


81) Who among the following was not the active leader of the Brahmo Samaj ? / নিচের কে ‘ব্রাহ্মসমাজে’র সক্রিয় নেতা ছিলেন না ?
A) Devendra Nath Tagore/ দেবেন্দ্রনাথ ঠাকুর
B) Keshab Chandra Sen/ কেশবচন্দ্র সেন
C) Akshay Kumar Datta/ অক্ষয় কুমার দত্ত
D) Swami Vivekananda/ স্বামী বিবেকানন্দ

82) Who founded the Indian Reform Association in 1870 ? / ‘ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের'(1870 ) প্রতিষ্ঠাতা কে ?
A) Ram Mohan Roy/ রামমোহন রায়
B) Debendranath Tagore/ দেবেদ্রনাথ ঠাকুর
C) Keshab Chandra Sen/ কেশবচন্দ্র সেন
D) Iswar Chandra Vidyasagar/ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

83) Who was the founder of the Tattabodhini Sabha? / তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন
A) Debendranath Tagore/ দেবেন্দ্রনাথ ঠাকুর
B) Shibnath Shastri/ শিবনাথ শাস্ত্রী
C) Keshabchandra Sen/ কেশবচন্দ্র সেন
D) Raja Ram Mohan Roy/ রাজা রামমোহন রায়

84) The Arya Samaj at Bombay was founded in / বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
A) 1870/ ১৮৭০
B) 1875/ ১৮৭৫
C) 1876/ ১৮৭৬
D) 1880/ ১৮৮০

85) Which language was replaced by English as the official language for the government of India in 1835 ? / 1835 খ্রিষ্টাব্দে ভারতের সরকারি ভাষারূপে ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয় ?
A) Arabic/ আরবি
B) Persian/ ফার্সি
C) Turkish/ তুর্কি
D) Urdu/ উর্দু

86) The first railway line of India was operationalised in 1853 between / 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় —
A) Howrah and Delhi/ হাওড়া ও দিল্লির মধ্যে
B) Bombay and Thane/ বোম্বে ও থানের মধ্যে
C) Howrah and Bombay/ হাওড়া ও বোম্বের মধ্যে
D) None of the above/ উপরের কোনোটিই নয়

87) Which religious reform movements of the following influenced nationalism in India ? / নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল ?
A) Brahmo Samaj/ ব্রাহ্মসমাজ
B) Arya Samaj/ আর্য সমাজ
C) Ramakrishna Mission/ রামকৃষ্ণ মিশন
D) All of the above/ উপরোক্ত সবকটি

88) In collaboration with David Hare and Alexander Duff who of the following established Hindu College at Calcutta ? / ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ -এর সহযোগীতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ?
A) HLV Derozio/ এইচ এল ভি ডিরোজিও
B) Ishwar Chandra Vidyasagar/ ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C) Keshab Chandra Sen/ কেশবচন্দ্র সেন
D) Raja Rammohan Roy/ রাজা রামমোহন রায়

89) Servants of India Society was founded by : / ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা —
A) G. K. Gokhale/ জি কে গোখলে
B) M. G. Ranade/ এম জি রাণাডে
C) B. G. Tilak/ বি জি তিলক
D) V. D. Savarkar/ ভি ডি সাভারকর

90) Who founded ‘Satyashodhak Samaj’ ? / কে ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন ?
A) B. R. Ambedkar/ বি. আর. আম্বেদকর
B) Gopal Hari Deshmukh/ গোপাল হরি দেশমুখ
C) Sri Narayan Guru/ শ্রী নারায়ণ গুরু
D) Jyotiba Phule/ জ্যোতিবা ফুলে

91) Which social reformer was popularly called as ‘Periyar’? / কোন সমাজ সংস্কারক ‘পেরিয়ার’ নামে জনপ্রিয় ছিলেন ?
A) E. V. Ramaswamy Naicker/ ই ভি রামাস্বামী নাইকার
B) C. V. Raman Pillai/ সি ভি রমন পিল্লাই
C) B. R. Ambedkar/ বই আর আম্বেদকর
D) Jyotiba Phule/ জ্যোতিবা ফুলে

92) Who gave the slogan ‘Back to Vedas’? / ‘Back to Vedas’ এই স্লোগান কে প্রবর্তন করেন ?
A) Lala Hansraj/ লালা হংসরাজ
B) Pandit Guru Dutt/ পণ্ডিত গুরুদত্ত
C) Swami Dayananda Saraswati/ স্বামী দয়ানন্দ সরস্বতী
D) Lala Lajpat Rai/ লালা লাজপত রাই

93) Who founded Indian Women’s University? / কে ইন্ডিয়ান ওমেনস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন ?
A) Sir Sayyid Ahmed Khan/ স্যার সৈয়দ আহমেদ খান
B) Dhondo Keshab Karve/ ধন্দো কেশব কার্ভে
C) Sir Wilham Hunter/ স্যার উইলিয়াম হান্টার
D) Sir Ashutosh Mukhopadhyay/ স্যার আশুতোষ মুখোপাধ্যায়

94) প্রাথর্না সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
A) রামমোহন রায়
B) কেশবচন্দ্র সেন
C) আত্মারাম পান্ডুরং
D) বিদ্যাসাগর

95) ভারতে প্রথম রেল যোগাযোগ কত খ্রীস্টাব্দে শুরু হয় ?
A) 1854 খ্রীস্টাব্দে
B) 1853 খ্রীস্টাব্দে
C) 1856 খ্রীস্টাব্দে
D) 1858 খ্রীস্টাব্দে

96) Which Governor General of India advocated rapid railway construction in India? / ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন ?
A) Lord Cornwallis/ লর্ড কর্ণওয়ালিশ
B) Lord Dalhousie/ লর্ড ডালহৌসি
C) Lord Hardinge/ লর্ড হার্ডিঞ্জ
D) Lord Hastings/ লর্ড হেস্টিংস

97) In which year was the Railway Board founded? / রেলওয়ে বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় ?
A) 1853 A.D./ 1853 খ্রীস্টাব্দে
B) 1854 A.D./ 1854 খ্রীস্টাব্দে
C) 1905 A.D./ 1905 খ্রীস্টাব্দে
D) 1906 A.D./ 1906 খ্রীস্টাব্দে

98) ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
A) দয়ানন্দ সরস্বতী
B) দেবেন্দ্রনাথ ঠাকুর
C) রামমোহন রায়
D) কেশবচন্দ্র সেন

99) Who introduced the railways and telegraphs in India ? / পোস্ট এন্ড টেলিগ্রাফ দপ্তর কার আমলে স্থাপিত হয় ?
A) Lord Dalhousie/ লর্ড ডালহৌসি
B) Lord Canning/ লর্ড ক্যানিং
C) Lord Bentink/ লর্ড বেন্টিঙ্ক
D) Lord Ripon/ লর্ড রিপন

100) বেদান্ত কলেজ কত সালে স্থাপিত হয় ?
A) 1800 সালে
B) 1802 সালে
C) 1826 সালে
D) 1838 সালে